প্রতিটি শিক্ষিত ও সচেতন মানুষ জানেন সব সম্পদের সেরা সম্পদ
হল মানব সম্পদ। কারণ এই সম্পদকে বাদ দিয়ে প্রকৃতির কোন সম্পদই সত্যিকারের
সম্পদ হয়ে উঠতে পারে না। আবার এই মানব সম্পদ সত্যিকারের সম্পদ হয়ে উঠতে
অপরিহার্য হল তার প্রতিভা। এটা নিয়েই মানুষ পৃথিবীতে আসে। কিন্তু তার বিকাশ হয়
এই পৃথিবীতেই। এক্ষেত্রে সরকারকে নিতে হয় গুরুদায়িত্ব। না হলে তা সম্পদ হয়ে
ওঠে না। মানব সম্পদের বিকাশে তাই প্রত্যেকটি দেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে
হয়।
আমাদের দেশ বিগত কয়েক দশক ধরে এক্ষেত্রে পিছচ্ছে। ভয়ংকরভাবে
এই ক্ষয়রোগ সাম্প্রতিক বছরগুলিতে বেড়ে গেছে এবং বেড়ে চলেছে রাষ্ট্রের তথা সরকারের
প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে।
আধুনিক ও বিজ্ঞান শিক্ষার বদলে প্রাচীন ও বাতিল হয়ে যাওয়া
শিক্ষা-চিন্তা জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে পাঠক্রমে। হাস্যকর ও অযৌক্তিক
দর্শনতত্ত্বের জন্ম দিয়ে মানুষকে অন্ধ ও অজ্ঞ করে ফেলার চেষ্টা হচ্ছে।
অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে সুকৌশলে সুকুমারমতি ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকিয়ে
দেওয়া হচ্ছে পাঠক্রম এবং রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে। চারিদিকে
চোখ-কান খোলা রেখে দেখলে দেখা যাবে এ ধরণের উদাহরণের ছড়াছড়ি।
সুতরাং এদেশ যে প্রতিভার বিকাশে পিছবে তা কি বলার অপেক্ষা রাখে?
সুইৎজারল্যান্ডের আইএমডি বিজনেস স্কুলের 'আইএমডি ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং ২০১৮' শীর্ষক সমীক্ষায় বিশ্বের ৬৩ টি দেশের মধ্যে ভারতের স্থান ৫৩ হয়েছে। গতবারের ৫১ তম স্থান থেকে নেমে তার এই অবস্থান।
সুইৎজারল্যান্ডের আইএমডি বিজনেস স্কুলের 'আইএমডি ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং ২০১৮' শীর্ষক সমীক্ষায় বিশ্বের ৬৩ টি দেশের মধ্যে ভারতের স্থান ৫৩ হয়েছে। গতবারের ৫১ তম স্থান থেকে নেমে তার এই অবস্থান।
বিষয়টি সত্যিই বড় চিন্তার !
ReplyDeleteমতামত দেওয়ার জন্য ধন্যবাদ।
ReplyDeleteপ্রত্যেক পাঠকের সুচিন্তিত মতামত পেতে আমরা খুবই আগ্রহী।
ভালো থাকুন সঙ্গে থাকুন।
Asadharan, amar khub bhalo laglo aper lekhati.
Deleteসাথি,
ReplyDeleteআপনার মতামত আমাদের উৎসাহিত করছে। উৎসাহ নিয়ে পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, ভালো চিন্তায় থাকুন। সঙ্গে থাকুন।