ঈদের মজা
ঈদের খুশি ভাগ করে নাও কেউ যেন না কাঁদে
ঈদের হাওয়া লাগলে গায়ে ঘুম থাকেনা চোখে
খোকোন সোনার বায়না বাড়ে মা চলে যান বোকে
মায়ের বকায় কান দিও না মন দিওনা পড়ায়
পাড়ায় পাড়ায় জলসা হলে মন কি বসে ছড়ায়
কেউ বোঝে না কেউ খোঁজে না ঈদের মজার মানে
পায়েস পিঠায় মজায় বাড়ি তা-ই মায়েরা জানে
আব্বা জানেন নমাজ রোজা হজ জাকাতের সার
এতে, নেকির ভাড়ার শূন্য হবে কান যাবে না যার
মজার মানে আমি জানি কেউ তোলে না কানে
সবার মাঝেই সবাই আছেন ক’জন সেটা মানে।
Comments
Post a Comment